নবীন আলেমদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন

নারায়ণগঞ্জ মহানগরে নবীন আলেম সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগর কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচ.এম. শাহীন আদনান, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাশিম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করিম আকরাম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য ঘটনা। এই ঐতিহাসিক আন্দোলনে আলেম-উলামা ও মাদ্রাসা শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং দেশের মানুষও আলেমদের নেতৃত্ব দেখতে চায়।
তিনি আরও বলেন, ইসলামের সেই সোনালি যুগ পুনরুদ্ধার করতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে এবং নেতৃত্ব দিতে হবে।
প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কওমী মাদ্রাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন আলেম সমাজের অভিভাবক মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর জালেমের বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছিলেন, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দেশের আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীরা রক্ত দিয়েছেন।
সভাপতি এইচ.এম. শাহীন আদনান নবীন আলেমদের উদ্দেশে বলেন, সংবর্ধিত সবাইকে মোবারকবাদ জানাই। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতী হাবিবুল্লাহ হাবিব, ছাত্র যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রোমান প্রধান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা শাহজালাল
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহা. নোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী মুহা. তারেক হাসান, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মাহবুব বিন আজাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আমির হামজা, অর্থ ও কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল সাইদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক এম মাহদী হাসান, কওমী মাদ্রাসা সম্পাদক এইচ এম ইউসুফ আহমদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক গাজী মুহা. সাইম হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক শেখ মুহা. রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবরারুল করীম, কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম রাফিন।