নুনেরটেকে স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের আশ্বাস দিলেন গোলাম মসিহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেছেন, “নুনেরটেক একটি চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষের যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় নানা ভোগান্তি রয়েছে। আজ আমাকে এখানে ট্রলার নিয়ে আসতে হয়েছে। কিন্তু আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ গাড়ি নিয়ে এখানে আসবো। নুনেরটেক এলাকায় চিকিৎসা সেবা সহজলভ্য করতে একটি ক্লিনিক স্থাপন করা হবে, যাতে স্থানীয় মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।”
রোববার (১২টা) সোনারগাঁ থানার নুনেরটেক এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
গোলাম মসিহ আরও বলেন, “নুনেরটেক এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। এখানকার মানুষকে স্বাবলম্বী করতে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এই এলাকার মানুষ যাতে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমাদ মুন্সী, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ছানাউল্লাহ নূরীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় নেতৃবৃন্দ।





































