রূপগঞ্জে জামায়াতের নারীদের ‘হুমকি’র অভিযোগ বিএনপির বিরুদ্ধে
নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রচারণায় গিয়ে নারী কর্মীরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তার অভিযোগ, আসনটিতে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কর্মী ও সমর্থকরা ‘হাত-পা ভেঙে’ দেওয়ার হুমকিও দিয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের মুড়াপাড়ায় জামায়াতের উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে জামায়াতে ইসলামীর নেতারা।
জামায়াত নেতারা অভিযুক্তদের আইনের আওতায় আনারও দাবি জানান।
দলটির প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, শনিবার সকালে ভুলতার ছোনাব গ্রামের জামায়াতের মহিলা বিভাগের কর্মীরা গণসংযোগে যান। সেখানে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার দিপুর পক্ষ নিয়ে তার কর্মী আলমগীর, আনোয়ার ও সামাতুল্লা নারীদের বাধা প্রদান করে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে নারী কর্মীদের লাঞ্ছিত করে।
এখানে ধানের শীষ ছাড়া প্রচারণায় এলে ‘হাত-পা ভেঙ্গে’ দেয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ দাঁড়িপাল্লার প্রার্থী।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মাদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, ছাত্র শিবিরের জেলা সভাপতি আকরাম হোসেন প্রমুখ।





































