২৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২১, ২৪ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৫: বন্দরে নাহিদের নির্বাচনী গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫: বন্দরে নাহিদের নির্বাচনী গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার ফরাজীকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদ নগর ও বেপারীপাড়া হয়ে মদনগঞ্জ বাসস্ট্যান্ডে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করেন। এই সময় তিনি নির্বাচনী প্রচারণায় তার ট্রাক মার্কা প্রতিকে ভোটের আবেদন করেন।

গণসংযোগে নাহিদ হোসেন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাধারণ জনগণের সাথে কৌশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়েছে। নির্বাচিত হলে প্রথমে এই এলাকার সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি সামাজিক মূল্যবোধের উন্নয়ন ও জনগণের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বন্দর উপজেলার আহ্বায়ক সুইট ফরাজী, ফরাজী ঐক্য পরিষদের সভাপতি মো. শরীফ হোসেন, সমাজ সেবক মো. ওয়াহিদ ফরাজীসহ গণঅধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়