২৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৩, ২৫ জানুয়ারি ২০২৬

ধানের শীষের প্রতি মানুষের আস্থা আছে: গণসংযোগে কালাম

ধানের শীষের প্রতি মানুষের আস্থা আছে: গণসংযোগে কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। তার সঙ্গে গণসংযোগে কন্যা অ্যাডভোকেট শামসুন নূর বাঁধনও উপস্থিত ছিলেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে ২ নম্বর বাবুরাইল এলাকা থেকে গণসংযোগ শুরু করে আবুল কালাম। পরে ১ নম্বর বাবুরাইল, বউবাজার, বেপারীপাড়া ও দেওভোগ হয়ে মর্গ্যান গার্লস অ্যান্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়।

বিএনপির প্রার্থী ছাড়াও নেতা-কর্মীরা এলাকাবাসীর হাতে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে আবুল কালাম সাংবাদিকদের বলেন, “ধানের শীষের প্রতি মানুষের আস্থা রয়েছে। এই আস্থা প্রকাশ করার জন্য উচ্ছ্বসিত মানুষ। কারণ, এখানে ব্যক্তিটা বিষয়বস্তু নয়, এটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, এইটা আল্লাহ প্রদত্ত মার্কা। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতিয়ার হিসেবে আসবে ধানের শীষ।”

তিনি আরও বলেন, “এই মার্কাকে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার প্রতিফলন আপনারা এই জনজোয়ারের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। চারদিক থেকে, ঘরবাড়ি থেকে লোকজন বেরিয়ে আসতেছে। ১৮ বছরের বন্দি জীবন থেকে তারা মুক্ত, তারা এই স্বাদটা নিতে চায়।”

বিএনপি নেতা-কর্মীদের সহযোগিতা পাচ্ছেন জানিয়ে কালাম আরও বলেন, “তারেক রহমান আমাদের একত্রিত করার যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো। সকল প্রতিদ্বন্দ্বী আমাদের কাছে একইরকম। নির্বাচনি মাঠে সকল প্রতিদ্বন্দ্বী আমাদের কাছে একইরকম। এইখানে কাউকে উচু বা নিচু করে দেখার উপায় নেই। এই বিচার করবে সম্মানিত ভোটাররা।”

আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ধানের শীষের প্রার্থী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর বিএনপি মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়