সোনারগাঁয়ে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ্’র গণসংযোগ
ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীর সাহেব মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ্ গণসংযোগ করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁয়ের আনন্দ বাজারে তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগে তিনি বলেন, “আমার অঙ্গীকার দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা, কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপদ সমাজ ও শান্তিপূর্ণ জীবন, পরিকল্পিত নগরায়ণ, মানসম্মত শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক অধিকার নিশ্চিত করা।”
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সদস্য এবং আনন্দ বাজার ইউনিট কমিটির নেতাকর্মীরা।





































