এষণ পারফর্মিং স্পেসের নতুন কমিটি ঘোষণা
নারায়ণগঞ্জের তারুণ্যনির্ভর থিয়েটার দল ‘এষণ পারফর্মিং স্পেস’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ‘নতুন পাতার ইশতেহার’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী পাঁচ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের পাতাল মেঝেতে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মাহমুদুর রহমান বিজয় এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন মারুফ রাঢ়ী।
অনুষ্ঠানে এষণ পারফর্মিং স্পেসের উদ্যোগে গত নভেম্বর মাসে আয়োজিত অভিনয় কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি কর্মশালার অংশগ্রহণকারীদের নিয়ে প্রযোজিত নাট্য প্রযোজনাও প্রদর্শিত হয়।
নবগঠিত কমিটিতে আরও রয়েছেন যুগ্ম সদস্য সচিব জাওয়াদ আলম চৌধুরী, সদস্য মেহেদী মৃধা, মাজিদুল ইসলাম সিয়াম, মাহফুজ নিহাল, সাদমান ইসলাম, দিদারুল ইসলাম ও অভি জাহিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এষণের বিদায়ী কমিটির আহ্বায়ক অভি জাহিদ।
সাংস্কৃতিক পরিবেশনা পর্বে এষণ পারফর্মিং স্পেসের শিল্পীদের পাশাপাশি নবগঠিত মাইম দল ‘মৌন মাইম’ একক মুকাভিনয় পরিবেশন করে। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন আফরিন আহমেদ হিয়া। সংগীত পরিবেশন করেন তরিকুল তরি, রবি বাউল ও চারু কর্মকারসহ অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা বলেন, “এই তরুণরা দীর্ঘদিন ধরে পরিশ্রম ও শ্রম দিয়ে নারায়ণগঞ্জ শহরে থিয়েটার চর্চা করে যাচ্ছে। আমি সবসময় এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগের পাশে আছি।”
সভাপতির বক্তব্যে অভি জাহিদ বলেন, “দীর্ঘ সাত মাস নানা বাধা-বিপত্তি পেরিয়ে আমাদের এই কাজটি করতে হয়েছে। আমরা এমন একটি শহরে বসবাস করি, যেখানে অনেক সময় শিল্পীরাই অন্য শিল্পীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, আগের দিন এষণের মহড়া চলাকালীন সময়ে অন্য একটি নাট্যদল তাদের মহড়া বন্ধ করে দেয়। পরে বাধ্য হয়ে এষণের শিল্পীরা অন্য একটি ভবনের ছাদে গিয়ে মহড়া সম্পন্ন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সংস্কৃতিপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।





































