১৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ জানুয়ারি ২০২৬

বন্দরের ফটো সাংবাদিক রিপনের শাশুড়ি আর নেই

বন্দরের ফটো সাংবাদিক রিপনের শাশুড়ি আর নেই

বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক মেহেদী হাসান রিপনের শাশুড়ি আছিয়া বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা বাদ জোহর চৌরাপাড়াস্থ এসিআই মোহাম্মদিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আছিয়া বেগমের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়