১৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২২, ১৮ জানুয়ারি ২০২৬

বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলার অভিযোগ

বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গুলি করে হত্যার হুমকিরও অভিযোগ উঠেছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তি শাহীন আহমেদ পরাগ (৩৮) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও এলাকার মৃত এটিএম রুহুল আমিনের ছেলে।

তার অভিযোগ, মহানগর ছাত্রদলের সাবেক সাবেক সহসভাপতি শাহিন আহম্মেদ সৌরভ ও রাজীব এ হামলা চালিয়েছেন।

তারা এ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউছার আশার ঘনিষ্ঠজন বলেও অভিযোগ ভুক্তভোগীর।

হামলার পর স্থানীয়রা আহত অবস্থায় পরাগকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেবেন বলেও জানান। 

শাহীন আহমেদ পরাগ সাংবাদিকদের বলেন, রোববার বিকেলে বন্দর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রয় শেষে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ কবিলের মোড়ে পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সৌরভ, রাজীবসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে।

তিনি আরও জানান, এ সময় হামলাকারীরা তাকে গালিগালাজ করে এবং স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী হওয়া ও তার বিষয়ে ফেসবুকে নিউজ শেয়ার করার কারণ জানতে চায়। এক পর্যায়ে লোহার রড ও পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।

পরাগের দাবি, হামলার সময় তার সঙ্গে থাকা জমি বিক্রয়ের ১০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি থানায় অভিযোগ করলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় আহত পরাগের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়