আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ বিভাগের কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, গত শনিবার রাতের দিকে নিজ বাড়ি থেকে মো. খোকনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকায় নতুন দুটি বিদ্যুৎ মিটার স্থাপনের জন্য পল্লী বিদ্যুতের তিন কর্মী সেখানে যান। একটি মিটার স্থাপন সম্পন্ন করার পর অপরটির ক্ষেত্রে গ্রাহকের ঘরের ওয়্যারিং ত্রুটিপূর্ণ থাকায় মিটার বসানো সম্ভব নয় জানিয়ে ওয়্যারিং ঠিক করার পরামর্শ দেন তাঁরা।
এতে ক্ষিপ্ত হয়ে গ্রাহক মো. হারুন অবৈধভাবে মিটার স্থাপনের জন্য চাপ প্রয়োগ করেন। বিদ্যুৎকর্মীরা তা প্রত্যাখ্যান করলে হারুন, বাচ্চু, খোকনসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় চাপাতির কোপে লাইনম্যান মো. সাব্বির হোসেনের মাথায় গুরুতর জখম হন। পাশাপাশি অপর দুই বিদ্যুৎকর্মী মো. আবুল কালাম ও মো. আফজাল হোসেনকেও মারধর করা হয়।
হামলার সময় বিদ্যুৎ বিভাগের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ফোল্ডিং হটস্টিক ভাঙচুর করা হয়।
এ ঘটনায় গোপালদী জোনাল অফিসের এজিএম বিশ্বাস বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।





































