স্বাক্ষর জালিয়াতির শঙ্কা, রিটার্নিং কর্মকর্তাকে গিয়াসের চিঠি
নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন তার স্বাক্ষর নকল করে প্রার্থিতা বাতিলের চেষ্টা করা হচ্ছে জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত চিঠি দিয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির।
চিঠিতে মুহাম্মদ গিয়াস উদ্দিন উল্লেখ করেন, একটি স্বার্থান্বেষী ও অসাধু মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই মহলটি তার স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন দাখিলের অপচেষ্টা চালাতে পারে বলে তিনি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন।
তিনি চিঠিতে আরও বলেন, এ ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকা- শুধু তার সাংবিধানিক ও আইনগত অধিকার লঙ্ঘনই নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।
গিয়াস উদ্দিন স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি কোনো অবস্থাতেই তার মনোনয়নপত্র প্রত্যাহার করছেন না এবং ভবিষ্যতেও করবেন না। একই সঙ্গে তার নাম ও স্বাক্ষর ব্যবহার করে দাখিল করা কোনো মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত আবেদন গ্রহণ না করার জন্য রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, “আমরা মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের চিঠি পেয়েছি। তবে তার নামে প্রার্থিতা প্রত্যাহারের কোনো আবেদন এখনো পাইনি। তিনি হয়তো আশঙ্কা করছেন কেউ তার স্বাক্ষর নকল করে এমন কিছু করতে পারে। সে কারণেই আমাদের অবগত করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখবো।”





































