১৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৩, ১৮ জানুয়ারি ২০২৬

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০, মোট বৈধ প্রার্থী ৫০

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০, মোট বৈধ প্রার্থী ৫০

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ১০ জন প্রার্থী। এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ৫০।

গত ১০ থেকে ১৭ জানুয়ারি ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। 

নির্বাচন কমিশনের তথ্যমতে, আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির বাহিষ্কৃত নেতা মাকসুদ হোসেন এবং গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া, সিপিবি প্রার্থী ইকবাল হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ইসলামী আন্দোলনের মাওলানা মো. হাবিবুল্লাহ, নারায়ণগঞ্জ-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন এবং স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দুলাল। 

এর আগে, গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির। 

এদিন অসম্পূর্ণ হলফনামার জন্য নাহিদ হোসেন, সিটি কর্পোরেশনের বকেয়া গৃহ করের জন্য মাকসুদ হোসেন, অসম্পূর্ণ হলফনামার জন্য ইকবাল হোসেন ও আরিফ ভূঁইয়া, হলফনামায় স্বাক্ষর না করায় সেলিম আহমেদ, বকেয়া গ্যাস বিলের জন্য সালাউদ্দিন খোকা মোল্লা, অসম্পূর্ণ হলফনামার জন্য প্রতিমন্ত্রী রেজাউল করিম, হাবিবুল্লাহ ও মনিরুজ্জামান চন্দন এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরের জন্য মো. দুলালের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়