১৬ ডিসেম্বর ২০২৫

রাসেদুল ইসলাম ও মোহাম্মদ ফাতিন

প্রকাশিত: ২২:১৩, ১৫ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ৮ সহকারী রিটার্নিং কর্মকর্তা: কে কোন এলাকার দায়িত্বে

নারায়ণগঞ্জে ৮ সহকারী রিটার্নিং কর্মকর্তা: কে কোন এলাকার দায়িত্বে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এছাড়া, পাঁচটি আসনে আরও আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। নির্বাচন কর্মকর্তারা বলেন, আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তার মধ্যে পাঁচজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন অতিরিক্ত জেলা প্রশাসক, একজন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন।

গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একইদিন জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটও চলবে।

নারায়ণগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তাদের মধ্যে রূপগঞ্জ ও আড়াইহাজার ইউএনও- সাইফুল ইসলাম ও আসাদুর রহমান যথাক্রমে নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-২ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য দু’জন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইউএনও আসিফ আল জিনাত সোনারগাঁ উপজেলা এলাকাতে দায়িত্বপ্রাপ্ত এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড এলাকায় দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাতটি ইউনিয়ন পরিষদ- ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, গোগনগর, আলীরটেক; এলাকার জন্য সদর ইউএনও এসএম ফয়েজউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য তিনজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন। সিটির ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জান রেনু এবং এ আসনের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ- বন্দর, মুছাপুর, কলাগাছিয়া, ধামগড় ও মদনপুর এলাকার দায়িত্ব পেয়েছেন বন্দর ইউএনও মোস্তাফিজুর রহমান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে সোমবার মনোনয়নপত্র বিলি শুরু করেছে নির্বাচন কমিশন। সম্ভাব্য প্রার্থী কিংবা তার প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিসগুলো থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। তারপর চলবে যাচাই-বাছাই। এ কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। এরপর ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।

১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি হওয়ার পর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর প্রতীক বরাদ্দে হলে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়