১৬ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৯, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৩২, ১৫ ডিসেম্বর ২০২৫

৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক

৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক

ইসলামী ও সমমনা আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির নারায়ণগঞ্জ জেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় খেলাফত মজলিসের মহানগর জেলা কার্যালয়ে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী। সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, জেলা সভাপতি মুমিনুল হক সরকার, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা উবাইদুল কাদের নদভী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক ডাঃ আল-আমীন রাকিব, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি এবং সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী প্রমুখ।

বৈঠকে সব দলের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলার একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র থেকে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, তাকে সম্মিলিতভাবে বিজয়ী করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়