আমার কোন প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন নেই: বাবুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রচারণায় গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি বন্দর উপজেলার মদনপুরের চাঁনপুর আড়াইহাজার সড়কে গণসংযোগ করেন। গণসংযোগ চলাকালীন প্রায় আধাঘণ্টা সড়কে যানচলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
গণসংযোগ শেষে বাবুল বলেন, “আমাদের দেশের প্রধান সমস্যার মধ্যে মাদক ও সন্ত্রাস রয়েছে, যা জনগণের জন্য দুশ্চিন্তার কারণ। এই সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তারেক রহমানের ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। যদি আমরা এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারি, তবে জনগণের দুর্ভোগ দূর হবে।”
তিনি আরও বলেন, “৩১ দফার কর্মসূচি দেশ বিনির্মাণের লক্ষ্য ধরে দেওয়া হয়েছে। এর আওতায় সংবিধান সংস্কার, নারীর ক্ষমতায়ন, দেশের সার্বিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রতি রক্ষা এবং বিএনপি সরকারের শাসন পরিচালনার বিষয়গুলো উল্লেখ রয়েছে। সুতরাং, আমার পক্ষ থেকে জনগণের কাছে কোনো আলাদা প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন নেই।”
বাবুল আরও উল্লেখ করেন, “বিএনপিতে তৃণমূল বলতে কিছু নেই। যারা বিএনপি করে, তারা সবাই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। প্রত্যেক সৈনিককে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।”