২৫ অক্টোবর ২০২৫

প্রকাশিত: ২১:০৭, ২৪ অক্টোবর ২০২৫

১৩নং ওয়ার্ডে মঈনুদ্দিন আহমাদের নির্বাচনী পথসভা

১৩নং ওয়ার্ডে মঈনুদ্দিন আহমাদের নির্বাচনী পথসভা

নাসিক ১৩ ওয়ার্ডে  গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন মাওলানা মঈনুদ্দিন আহমাদ। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এই কর্মসূচি করেন জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এই এমপি প্রার্থী।

নারায়ণগঞ্জ পূর্ব থানার ১৩ নং ওয়ার্ডের আল্লামা ইকবাল রোড মসজিদ থেকে শুরু হয়ে, ধোপা পট্টি, মসজিদ গলি, হাজী ব্রাদার্স সড়কসহ পাশের আরও বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলে।

পথসভায় মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, দেশকে সুন্দর সমৃদ্ধ গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে, মাদক মুক্ত সমাজ গড়ার জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে, নৈতিক শিক্ষার প্রভাব বিস্তার করতে হবে। সমাজের নেতৃত্ব স্থানে সৎ যোগ্য ব্যক্তিকে বসাতে হবে। আল্লাহর আইন, সৎ লোকের শাসন এর মাধ্যমেই আগামী দিনে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ তায়ালা তৌফিক দিলে আপনাদের সেবায় নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। দেশ থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস দূর করতে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারি সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর মাওলানা হাবিবুর রহমান মল্লিক, সেক্রেটারি হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ওয়ার্ড সভাপতি হাফেজ বেলালসহ আরও অনেক নেতাকর্মী।
 

সর্বশেষ

জনপ্রিয়