শোহাদায়ে কারবালা উপলক্ষে চুনকা কুটিরে মিলাদ ও দোয়া মাহফিল

পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেওভোগের বাসভবন ‘চুনকা কুটিরে’ এ আয়োজন করেন নকশবন্দিয়া তরিকার খানকায়ে দারুল ইশ্ক।
হযরত খাজা সৈয়দ নাজমুল হাসান নক্সবন্দ আবুল উলাইয়া (রহ.)-এর অনুসারী এ তরিকার আয়োজনে ফাতেহা শরীফ, মিলাদ ও বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, চুনকা পরিবারের সদস্য ও আলী আহম্মদ চুনকার নাতি জারিফ আহম্মদ চুনকা, আহাম্মদ চিশতি রাদিনসহ তরিকার পীরভাই, আশেকান ও ভক্তবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরাও মিলাদে অংশ নেন।