২২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫৭, ২১ মে ২০২৫

আওয়ামী ক্যাডারকে বাঁচাতে কাজ করছেন বারী ভূঁইয়া: নেতাকর্মীদের দাবি

আওয়ামী ক্যাডারকে বাঁচাতে কাজ করছেন বারী ভূঁইয়া: নেতাকর্মীদের দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। বুধবার (২১ মে) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গডফাদার খ্যাত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ক্যাডার এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন ও বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি আক্তার-সুমনকে বাঁচাতে মাঠে নেমেছেন এড. বারী ভূঁইয়া। তারা দাবি করেন, বারী ভূঁইয়া থানা পুলিশকে প্রভাবিত করে আওয়ামী লীগপন্থীদের হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন।

নেতারা আরও বলেন, আক্তারের হয়ে সাবেক সেনা কর্মকর্তা জহির উদ্দিন মিথ্যা অভিযোগে মামলা করতে থানা পুলিশের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন। আক্তারের পক্ষ নিয়ে তিনি সরাসরি পুলিশকে চাপ দিচ্ছেন, যেখানে বারী ভূঁইয়া নিজেই সংবাদমাধ্যমে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

এসময় বক্তারা আক্তারকে শামীম ওসমানের শ্যালক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর ব্যবসায়িক অংশীদার দাবি করেন। তারা বলেন, আক্তার একটি ফেসবুক লাইভে এসে স্বীকার করেছেন যে তিনি তাঁর প্রতিনিধি জহির উদ্দিনকে থানায় পাঠিয়েছিলেন মামলা করাতে, কিন্তু পুলিশ মামলা নেয়নি। এতে প্রমাণিত হয়, আক্তার-সুমনকে রক্ষায় বারী ভূঁইয়া সক্রিয় ভূমিকা রাখছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, আক্তার-সুমনের সন্ত্রাসী বাহিনী সম্প্রতি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতেও বারী ভূঁইয়া গডফাদার শামীম ওসমানের ইঙ্গিতে কাজ করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, থানা শ্রমিক দলের সভাপতি শাহআলম পাটোয়ারী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়