বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দালাল সন্দেহে একজন আটক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে দালাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
দুদকের সমন্বিত কার্যালয় নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী জানান, গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে এবং এক পর্যায়ে দালাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করে। তবে সন্দেহজনক কোনো কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, “দুদক টিম নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসেছিল। ফিটনেসের একটি কাগজে আবেদনকারীর স্বাক্ষর না থাকায় সেটি নিয়ে গেছেন তারা। তবে কোনো জরিমানা করা হয়নি।”
দুদক টিম সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি জোরদার এবং সিটিজেন চার্টার অনুযায়ী সেবা নিশ্চিত করতে বিআরটিএর অফিস প্রধানকে পরামর্শ প্রদান করেন।