নগরীর যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসন নগরীর যানজট নিরসনে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রোববার (১৬ মার্চ) দুপুর ২টায় চাষাড়া মোড়, শায়েস্তা খান সড়ক, বিবি সড়ক, মীর জুমলা সড়কে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে সাধারণ জনগণকে সচেতন করা হয় এবং অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও মালামাল রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়।পরবর্তীতে তাদেরকে নিয়ম মেনে যান চলাচলে সহযোগিতা করতে বলা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৬টি মামলায় ৬ জন ব্যক্তিকে মোট ১০,৫০০ টাকা জরিমানা করা হয়।
সাদিয়া আক্তার জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় যানজট নিরসন ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।