সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষ ‘অর্কিডে’ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “সাংবাদিকরা মানুষের চোখ ও কান। সাধারণ মানুষ যা দেখে না, সাংবাদিকরা তথ্য সংগ্রহের মাধ্যমে তা তুলে ধরেন। তাই নীতি-নৈতিকতা রক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক। আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে থাকব। সবাই মিলে সোনারগাঁকে আরও এগিয়ে নিতে চাই।”
সভায় তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সোনারগাঁ উপজেলার উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।





































