সোনারগাঁয়ে সতীনকে হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সতীন কাজল আক্তারকে হত্যার দায়ে শিমু আক্তার (৩৪) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শিমু আক্তার সোনারাগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের ওহিদুল্লাহ মিয়ার স্ত্রী। নিহত কাজল আক্তার চাঁদপুরের কচুয়া এলাকার মো. আবুল কালামের মেয়ে এবং ওহিদুল্লাহর দ্বিতীয় স্ত্রী।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৫ সালের ৯ জুলাই শিমু আক্তার তার স্বামীর বাড়িতে সতিন কাজলকে শ্বাসরোধে হত্যা করে। ওই ঘটনায় নিহত কাজলের বাবা মো. আবুল কালাম সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণার সময় আসামি শিমু আক্তার আদালতে উপস্থিত ছিলেন।