সোনারগাঁয়ের মাসুম চেয়ারম্যান রিমাণ্ডে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ।
বুধবার (১৪ মে) দুপুরে তাকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে তোলা হয়।
এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিনদিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
এর আগে গত সোমবার সকালে হজের উদ্দেশে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন ইউপি চেয়ারম্যান মাসুম। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয় বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল রহমান।