১৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ১৫ জানুয়ারি ২০২৬

‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন’

‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন’

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি হাজী আব্দুস সামাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। নাসিক ২ নম্বর ওয়ার্ড বিট পুলিশিংয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনমুখী বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ওমর ফারুক, উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম ও মো. জাকিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ফজলুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম শাখার আমির মোহাম্মদ মাহবুব আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, “এলাকায় যদি কোনো দুষ্কৃতকারী বা অপরাধী থেকে থাকে, যার দ্বারা সাধারণ ও নিরীহ মানুষ নির্যাতিত হয়ে থাকে, তাহলে আমাদের অবহিত করবেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সিদ্ধিরগঞ্জ এলাকা মাদকপ্রবণ, আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ক্ষেত্রে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সবাই যদি সচেতন থাকে, তাহলে কোনো ধরনের অনিয়ম বা অপরাধ সংঘটিত হবে না। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

সর্বশেষ

জনপ্রিয়