২১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪১, ২১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা তারিকের বাবার জানাজা সম্পন্ন

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা তারিকের বাবার জানাজা সম্পন্ন

সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা কাজী আনিসুজ্জামান তারিকের বাবার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি ইউসুফ মিয়া, কাজী শাকিল ও কাজী জহির, সহ-সাধারণ সম্পাদক সুজন মিয়া, সদস্য সোহেল মোল্লা ও আব্দুল আজিজ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়