মানসিক ভারসাম্যহীন যুবক হত্যা মামলায় আসামি ক্রাউন সিমেন্টের ১১

সিদ্ধিরগঞ্জে গাড়িতে ঢিল মারার অভিযোগে ক্রাউন সিমেন্ট কনক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর ভেতরে মানসিক ভারসাম্যহীন যুবক সাইফুল ইসলাম সাজ্জাদকে (২৪) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার মা সাজেদা আক্তার।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে মামলাটি দায়ের করেন নিহত সাজ্জাদের মা।
বিষয়টি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
মামলার আসামিরা হলো- ক্রাউন সিমেন্ট কনক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর মিক্সার গাড়ির চালক মশিউর রহমান (২৫), সহকারী রিয়াদ (১৯), সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল ইসলাম হীরা (৩১), চালক নাছির মোল্ল্যা (৪৪), ল্যাব টেকনিশিয়ান বাবু রাজবংশী (২৮), মিক্সার গাড়ির মিস্ত্রি সাব্বির মোল্ল্যা (২৯), সিকিউরিটি গার্ড রেজাউল করিম (৪৬), এনামুল হক (২৪), হামিদুল ইসলাম (৫২), নূরুল ইসলাম (৫৩), এডমিন অফিসার আল মুরাদ (৩৭) সহ অজ্ঞাতনামা ৮-১০ জন।
এ মামলায় বাদীপক্ষের সাক্ষী হিসেবে রয়েছেন ৪ জন।
এর আগে, গত শনিবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ঢিল মারেন সাজ্জাদ। এতে গাড়ির গ্লাস ভেঙে গেলে ড্রাইভার, হেলপার, রাতের শিফটের কারখানায় কর্মরত লোকজন তাকে ধরে কারখানার ভেতর নিয়ে যায় এবং তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে ভোর সাড়ে ৬টার দিকে সাজ্জাদ মারা যান।
পরদিন রবিবার দুপুরে হত্যায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।