১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৫

বিহারী কলোনীর শীর্ষ মাদক কারবারি নাদিম গ্রেপ্তার

বিহারী কলোনীর শীর্ষ মাদক কারবারি নাদিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিমকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নাদিম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে।

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, গত ১৮ জুন আদমজীর বিহারী কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযানে পরিচালিত গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় সতেরোটি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামি নাদিম পালিয়ে গিয়েছিল। এই সময় আসামি নাদিমের বসত ঘর থেকে আলামতগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান শেষে র‌্যাব জানায়, আসামি পেশায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরী করে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলে জানা যায়।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়