রূপগঞ্জে মাদক বেচাকেনাকালে আটক ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বেচাকেনার সময় মাদক বিক্রেতা ও সেবনকারীসহ ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
আটককৃতরা হলেন নাজমা বেগম, মৌসুমী, নাজমুল, খলিল, মাসুদ রানা ও রিয়াজ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৈকুলি এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এলাকাবাসী ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে। এর আগেও একাধিক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল তারা। স্থানীয়ভাবে নাজমা বেগম ওই এলাকার “মাদক সম্রাজ্ঞী” হিসেবে পরিচিত। তার বাড়িতে মাদক বিক্রয় ও সেবনের খবর পেয়ে এলাকাবাসী রাত ১টার দিকে অভিযান চালায়।
এসময় নাজমা বেগমসহ তার বাড়িতে থাকা আরও পাঁচজনকে ২৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে তারা। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তল্লাশিতে নাজমা বেগমের ঘর থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমা বেগমসহ ছয়জনকে ২৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।”