১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪১, ১১ সেপ্টেম্বর ২০২৫

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসবিএরএম নামে একটি স্টিল কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে তারা সড়কের দুপাশে যান চলাচল বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, গত তিন মাসের বেশি সময় ধরে মালিকপক্ষ তাদের বকেয়া পরিশোধ করেনি। বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানায় গেলে তা বন্ধ ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমে আসেন এবং অবরোধ কর্মসূচি শুরু করেন।

খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “অবরোধের কারণে মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়