ফতুল্লায় রান্নাঘরের আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ারা বেগম ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত আব্দুল আজিজের স্ত্রী।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রচণ্ড শীতের কারণে শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে আনোয়ারা বেগম নিজ রান্নাঘরের চুলার সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।
পরে আশপাশের লোকজন ও তাঁর বড় ছেলে আনোয়ার হোসেন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।





































