০৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৯, ১০ নভেম্বর ২০২৫

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হানিফ কবিরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হানিফ কবির বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত রফিক সরদারের ছেলে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে বন্দর থানা পুলিশ তাকে থানায় দায়েরকৃত ১১(১১)২৫নং মামলায় সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করে।

এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে চর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর কেওঢালা এলাকার মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে প্রায় ৫০-৫৫ জন ব্যক্তি জড়ো হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঝটিকা মশাল মিছিল বের করে। মিছিলটি শেখ হাসিনা ও অয়ন ওসমানের নামে ব্যানার বহন করছিল বলে জানায় পুলিশ। ঘটনাটি পুলিশের নজরে আসলে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা প্রায় ১৫-২০টি মোটরসাইকেলযোগে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

ঘটনার পর তদন্তে অংশ নেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে জেলা ছাত্রলীগ নেতা হানিফ কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়