০৭ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০১, ৭ নভেম্বর ২০২৫

আড়াইহাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

আড়াইহাজারে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ফরহাদ হোসেন ইফতি (২৮), আড়াইহাজার থানার ডাক বাংলো সংলগ্ন এলাকার আব্দুস সাত্তারের ছেলে। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছোট ফাউসা গ্রামের জনৈক কামালের বাড়ির পাশে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ফরহাদকে গ্রেফতার করা হয়।

তল্লাশির সময় তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত ফরহাদের বিরুদ্ধে এর আগে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়