হাতপাখা নির্বাচিত হলে রাষ্ট্র হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত: মাসুম
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “ইসলামী আন্দোলন তথা হাতপাখা নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। মানুষ তাদের মৌলিক অধিকার ও শান্তি ফিরে পাবে।”
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ৩টায় ডিআইটি চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির মোটরবাইক ক্যাম্পেইন ‘ক্যাম্পেইন ফর হাতপাখা’ ও পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগের গডফাদার বিতাড়িত হলেও বর্তমানে আরও ডজনখানেক গডফাদারের তৈরি হয়েছে; বিজয়ী হলে আমরা নারায়ণগঞ্জকে গডফাদার, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করব এবং ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ করে দেব। সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকেও তিনি নিন্দা করেন এবং প্রশাসনকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন—সহ-সভাপতি নূর হোসেন, সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াত সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মো. ইসমাইল ও নারায়ণগঞ্জ-৫ আসনের জেলা ও স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।





































