২৫নং ওয়ার্ডে জামায়াতের কার্যালয় উদ্বোধনে মাওলানা মইনুদ্দিন
বন্দর ২৫নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মণখোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ শ্লোগানের মধ্য দিয়ে কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিনি তাঁর বক্তব্য শুরু করেন।
মইনুদ্দিন আহমাদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছে। আর কোরআনের বিজয় হলেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’
তিনি দেশের অবকাঠামো উন্নয়নে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং কোরআনের আইন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, ‘বিগত আমলে এদেশে যারা শাসন করেছেন, আপনারা দেখেছেন মদনপুর-মদনগঞ্জ রোডের ৫৪ কোটি টাকার রাস্তা ৫৪ দিনও টিকে নাই। এজন্য কোরআনের আইন থাকতে হবে। যদি ইসলামের বিজয় হয় এদেশের মানুষ না খেয়ে থাকবে না, বেকার থাকবে না।’
তিনি উপস্থিত সকলের কাছে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ‘আমরা সন্ত্রাস দূর করার জন্য, চুরি-ডাকাতি বন্ধ করার জন্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার ভোট দিবেন।’
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে সূরা সদস্য ও বন্দর থানা উত্তরের সাবেক আমীর জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মুফতি মাওলানা আতিকুর রহমান।
উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর উত্তর থানার সাবেক সেক্রেটারি ও নায়েবে আমীর রফিকুল ইসলাম সহ স্থানীয় ও জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





































