সাবেক দুই নেতার মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের স্মরণ সভা
সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম এবং সাবেক নেতা সৌভিক করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাদের স্মৃতিতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক অপুর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার সম্পাদক শেখ সাদি, যুগ্ম সম্পাদক তাহমিদ আনোয়ার, কদম রসুল কলেজ শাখার আহ্বায়ক শিপন ইসলাম, ভোলাইল আঞ্চলিক কমিটির নেতা মো: রাকিব, পাগলা আঞ্চলের অন্যতম সংগঠক আফসানা আহমেদ, এছাড়াও ফয়সাল আহমেদ, মো: সোহাগ, মো: হারুন, সায়েমসহ বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।
সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, আরিফুল ইসলাম ও সৌভিক করিম আমাদের শিখিয়ে গেছেন কিভাবে মুক্তিকামী রাজনীতির জন্য জীবন উৎসর্গ করতে হয়। তাদের মৃত্যু শুধুমাত্র সড়ক দুর্ঘটনা নয়—এটি রাষ্ট্রের অবহেলার কারণে সংঘটিত কাঠামোগত হত্যাকাণ্ড। আমরা এই অব্যবস্থার তীব্র নিন্দা জানাই এবং রাষ্ট্রের দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। বাংলাদেশ ছাত্র ফেডারেশন খেটে খাওয়া নিপীড়িত মানুষের মুক্তির লড়াইয়ের সংগঠন। আমরা সেই লড়াইয়ের ধারক-বাহক হিসেবে আরিফুল ও সৌভিকের আদর্শে অনুপ্রাণিত। তাদের অসমাপ্ত সংগ্রামকে আমরা বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো।





































