০৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৩০, ৩ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত মো. আসমত আলী ওরফে আছু (৩৮) পলাতক বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী গতরাতে এক বাড়িতে ওরশের আয়োজনে যান। সেখান থেকে কিশোরীকে তুলে নিয়ে পাশের একটি খালপাড়ে নির্জন স্থানে নিয়ে যান প্রতিবেশী আসমত আলী। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে জানান কিশোরীর মা।

কিশোরীর মা বলেন, “রাতে ও বাড়ি ফিরে আমাদের জানায়। আমরা তখন প্রতিবেশী লোকজনের সঙ্গে কথা বলি।”

শুক্রবার সকালে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুউদ্দিন বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

সর্বশেষ

জনপ্রিয়