০৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪১, ৩ অক্টোবর ২০২৫

বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া

বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া

২০২৩ সালের ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির জনসভায় পুলিশের বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন বিএনপির ত্যাগী কর্মী ইব্রাহিম। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ সালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর ফতুল্লার হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই মাহফিলের আয়োজন করেন ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি পারভেজ মিয়ার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম আহমেদ মিঠু, একরামুল কবির মামুনসহ যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ ইব্রাহিমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতা-কর্মী আহত ও নিহত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় শহীদ পরিবারের পাশে আছেন এবং থাকবেন। তাঁরা আশ্বস্ত করেন, কেন্দ্রীয় বিএনপি যে শহীদ তালিকা প্রণয়ন করছে, সেখানে ইব্রাহিমের নামও অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ।

সর্বশেষ

জনপ্রিয়