২২নং ওয়ার্ডে সিরাজুল মামুনের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার ২২নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
কবরস্থান এলাকা থেকে শুরু হয়ে বন্দর ঘাট পর্যন্ত অনুষ্ঠিত এ গণসংযোগে নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফ মিয়াজী, বন্দর থানা সহ-সভাপতি জাহিদ হাসান, মাওলানা শফিকুল ইসলাম, ফতুল্লা থানা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহাবুদ্দীন, বন্দর ২২নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আবু মুছা, মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ২৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলী হায়দার সুমন, ইসলামী ছাত্র মজলিসের মাদ্রাসা বিভাগ সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।