মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে নাসিক ১৭নং ওয়ার্ডে গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর সদর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
থানা আমীর অ্যাডভোকেট আখতার হোসাইনের সভাপতিত্বে পাইকপাড়া ঋষিপাড়া ও নামাপাড়া এলাকায় অনুষ্ঠিত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এইচ. এম. নাসির উদ্দিন।
তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নামে কিছু নেই। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষই সমানভাবে বাংলাদেশী। মেজরিটি বা মাইনরিটির বিভাজন নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির বলেন, “এ দেশের মানুষ আর কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে দেখতে চায় না। তাই সৎ ও জননেতা মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।”
পাইকপাড়া ঋষিপাড়া ও নামাপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে গণসংযোগটি পাইকপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এতে ফরিদ উদ্দিন আহমাদসহ শতাধিক জামায়াত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।