সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম হোসেন মনা (৪২)। সে সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার মৃত আব্দুল লতিফ স্বর্ণকারের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম জানান, রাতে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদে খবর পাওয়া যায় যে, পুল কাঠপট্টি এলাকায় মনির হোসেনের শাহ-দেওয়ানবাগী ফার্নিচার মার্টের সামনে এক ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজাসহ অবস্থান করছে।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে হোসেন মনা পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে আটক করে। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হোসেন মনার বিরুদ্ধে পূর্বে থেকেই মাদক ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত একজন চিহ্নিত মাদক কারবারি। তার সহযোগীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত হোসেন মনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।