ফতুল্লায় প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

নারায়ণগঞ্জের ফতুল্লায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের প্রস্তুতি দেখতে ঘাট পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিলুফার ইয়াসমিন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাটে গিয়ে তিনি শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল আসাদুজ্জামান নুর, সহকারী কমিশনার (ভূমি) সদর সার্কেল সাদিয়া আক্তার, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ আখি, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।