৩০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১২, ২৯ আগস্ট ২০২৫

ফতুল্লায় চাঁদা না দেয়ায় জমিতে কাজ করতে বাধা ও হুমকির অভিযোগ

ফতুল্লায় চাঁদা না দেয়ায় জমিতে কাজ করতে বাধা ও হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তি তার নিজস্ব জমিতে কাজ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ ইসমাইল হোসেন।

অভিযুক্তরা হলেন- মুসলিমনগর পূর্বপাড়া এলাকার মোঃ আব্দুছ সালামের ছেলে মোঃ মামুন ওরফে খাটো মামুন, মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ আসান উল্লাহ, মোঃ ওলি উল্লাহ এবং একই এলাকার মোঃ রানা মিয়া, সাহাবউদ্দিন মোল্লা ও স্বপন সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।

মোঃ ইসমাইল হোসেন অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় তারা তার জমিতে কাজ করতে দিচ্ছেন না এবং বিভিন্ন সময় হুমকি দিয়েছেন যে, চাঁদা না দিলে তাকে এলাকাছাড়া করা হবে। এর আগে অভিযুক্তরা তাকে মারধর করেছেন এবং তার মালামালও সরিয়ে নিয়েছে।

তিনি আরও জানান, প্রায় দুই বছর আগে বাড়ির পাশে নির্মাণ কাজের জন্য ৯ হাজার ইট মজুত করেছিলেন, কিন্তু অভিযুক্তদের বাধার কারণে কাজ শুরু করতে পারেননি। সর্বশেষ ২৭ আগস্ট দিবাগত রাতে তার জমি থেকে ৩ হাজার ইট চুরি হয়, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। পরদিন সকালে তিনি চুরি যাওয়া ইটগুলো ১৫০ ফুট দূরে একটি খোলা মাঠে দেখতে পান এবং ধারণা করেন, এর পেছনেও অভিযুক্তরা জড়িত।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নন্দন চন্দ্র সরকার জানান, অভিযোগটি পাওয়ার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়