মদনপুর বাস স্ট্যান্ডে খেলাফত মজলিসের দাওয়াতী মাসে সভা ও মিছিল

নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী দাওয়াতী কার্যক্রমের শুভ উদ্বোধন শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মদনপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত সভা ও মিছিলের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সভায় জেলা শাখার সভাপতি মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক রাহমানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ।
উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দ মুফতি সিদ্দিকুর রহমান, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা এমদাদুল্লাহ, আড়াইহাজারী মাওলানা শাহ জাহান শিবলী, সোনারগাঁ এমপি পদপ্রার্থী মুফতি বশির আহমদ, মুফতি আবু বকর সিদ্দিক, মাওলানা শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া হাফেজ ক্বারী মোয়াজ্জেম হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক রাহমানী, সোনারগাঁ থানার প্রচার সম্পাদক মুহাম্মদ আলী আকবর এবং বৈদ্যের বাজার ইউনিয়নের সভাপতি মাওলানা আসলাম বিন তাহিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা দাওয়াতী মাস উপলক্ষে একটি মিছিলও অনুষ্ঠিত করেন।