গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী আসিফ মাহমুদের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ডা. মোঃ আসিফ মাহমুদ শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
গণসংযোগটি নারায়ণগঞ্জ-৪ আসনের জামতলা এলাকা থেকে শুরু করে আবাসিক এলাকা, তোলারাম কলেজসহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভা আকারে শেষ হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
ডা. আসিফ মাহমুদ বলেন, নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করতে পেরে আমি আনন্দিত। আমার পরিবার এবং স্থানীয় মানুষের সমর্থন নিয়ে আমি এই এলাকার সাধারণ মানুষের সেবা করতে আগ্রহী। তিনি জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শুভ, সভাপতি শেখ সাব্বির রাজ, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ ফারহান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সহসাংগঠনিক সম্পাদক রায়হান মাহমুদ, মহানগর ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রাজু সহ সকল নেতৃবৃন্দ।