৩০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:২৯, ২৯ আগস্ট ২০২৫

বাপ-দাদার বাড়ি-জমি উচ্ছেদের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

বাপ-দাদার বাড়ি-জমি উচ্ছেদের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাপ-দাদার বাড়ি ও জমি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা তাঁতখানা এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। প্রবীণ থেকে তরুণ- সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই চালু হওয়া মেট্রোরেল এবং ১০০ ফিট ও ২০০ ফিট হাইওয়ে সড়ক নির্মাণ প্রকল্পের কারণে তাদের পৈতৃক জমি ও ঘর-বাড়ি উচ্ছেদের ঝুঁকিতে পড়েছে। এতে শুধু ব্যক্তিগত সম্পত্তিই নয়, তাদের আবেগ, স্মৃতি ও জীবিকার মাধ্যমও ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন- “জমি বাঁচাও, বাড়ি বাঁচাও, মেট্রোরেল চাই না।”

একজন প্রবীণ বাসিন্দা বলেন, “২০১৩ সালেও একই ধরনের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হয়েছিল। তখন স্থানীয়দের প্রতিবাদের মুখে তা বাতিল হয়। এবারও আমরা চাই না সেই ইতিহাস পুনরাবৃত্তি হোক। আমাদের বাপ-দাদার সম্পত্তি রক্ষা করতে হবে।”

জানা গেছে, ইতোমধ্যেই প্রকল্পের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে জমি মাপঝোপ শুরু করেছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছে অনেক পরিবার। কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের জমি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে।

মানববন্ধনে বক্তৃতা দেন স্থানীয় গাজী সেলিম। তিনি বলেন, “আমরা মেট্রোরেল বা হাইওয়ে বিরোধী নই। তবে আমাদের পরিবার, জীবন ও সম্পত্তির ওপর যদি প্রকল্প নেতিবাচক প্রভাব ফেলে, তা আমরা মেনে নেব না। আমাদের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রক্ষা করতে হবে।”

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ডিএইচ বাবুল, সাগর প্রধান, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মিয়া মুজিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়