৩০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:২৪, ২৯ আগস্ট ২০২৫

জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: কাসেমী

জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: কাসেমী

জমিয়তে উলামায়ে ইসলাম  নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “সামনের নির্বাচনে যেসব মহল ভিন্ন শর্ত আর কন্ডিশন চাপিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করতে চায়, তাদের একটাকেও ছেড়ে দেওয়া হবে না। দেশের জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আপনারা কোন কচু এদেশের জনগণের সময় নেই এগুলো দেখার।”

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে পাসপোর্ট অফিস এলাকায় কুতুবপুর জমিয়তে উলামায়ে ইসলাম সাইনবোর্ড জোন শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, “যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় তাদের উদ্দেশ্যে বলছি, তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম অতীতে যেমন ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, তেমনি ভবিষ্যতেও ঐক্যের পথে এগিয়ে যাবে। ইসলামী মূল্যবোধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকবো।”

মনির হোসাইন কাসেমী বলেন, “জনগণের বিশ্বাসকে ভেঙে দেওয়া যাবে না। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, মানুষের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করবো না।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। সম্মেলনের সভাপতিত্ব করেন সাইনবোর্ড জোন শাখার সভাপতি মোহাম্মদ উসমান গনী।

সর্বশেষ

জনপ্রিয়