বন্দরে ডিবি পরিচয়ে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০-১৫ জনের একটি ডাকাত দল ওই বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গত রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ড রামনগর সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক সেলিম মিয়া জানান, মাইক্রোবাসে করে তারা বাড়িতে আসে এবং নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, ঘটনার পর থানার দুটি টিম ঘটনাস্থলে যায়। ১০-১৫ জনের মধ্যে দুইজন ওই বাড়িতে ভাড়া থাকতেন, তাদের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে। এর জের ধরে ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।