৩০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫৬, ৯ আগস্ট ২০২৫

বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জের বন্দরে নিপা রানী দাস (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী অলক কুমার দাসকে (৪০) আটক করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে বন্দর উপজেলার আমৈরস্থ শরীফ মিয়ার ভাড়াটিয়া বাড়ির দরজা ভেঙে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নিহত নিপা রানী দাস কুমিল্লার মেঘনা থানার নয়া মোহাম্মদপুর এলাকার সদেব দাসের মেয়ে।

ঘটনার পরপরই পুলিশ শনিবার (৯ আগস্ট) দুপুরে বন্দর থানা থেকে স্বামী অলক কুমার দাসকে আটক করে। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ভেলাবাস এলাকার অমৃত দাসের ছেলে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত নিপার মা মাধবী রানী জানান, ৮ বছর আগে সামাজিক রীতিনীতি মেনেই ফরিদপুরের অলক কুমারের সাথে তার মেয়ে বিয়ে করেন। বিয়ের সময় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা যৌতুক দেয়া হয়েছিল। তাদের সংসারে রয়েছে ৬ বছরের কন্যা ও ২ বছরের পুত্র সন্তান। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবির নামে নিপাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সেই নির্যাতন সহ্য করতে না পেরে নিপা শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়