সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ড কর্মজীবী দলের পরিচিতি সভা

সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ড কর্মজীবী দলের পরিচিতি সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় ২নং ওয়ার্ড কর্মজীবী দলের আহ্বায়ক ডালিম মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল গাফ্ফারের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী হোসেন। প্রধান বক্তা ছিলেন মাজহারুল ইসলাম জোসেফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস,এম, হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, এলজিইডি শাখার সভাপতি মাইনুল ইসলাম, ঢাকা জেলা কর্মজীবী দলের সভাপতি মানিক হওলাদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক যুগ্ম-আহ্বায়ক মাজহারুল হক ময়ূর, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাগর, মহানগর কর্মজীবী দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাহার, সদস্য সচিব মোহাম্মদ সেলিম, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন এবং ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার বলেন, “আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে থেকেও দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বার্তা দিয়েছেন। আমরা যারা জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি, আমরা সেই বার্তা হাতে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। নির্বাচনের জন্য ইতোমধ্যেই রোডম্যাপ ঘোষিত হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের সকল কর্মীকে প্রস্তুত থাকতে হবে। আমাদের কর্মজীবী দলের নেতাকর্মীরা বিগত ১৮ বছর ধরে জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং সত্যের পথে কাজ করে এসেছে।”
অনুষ্ঠানটি দোয়া, সংক্ষিপ্ত বক্তৃতা এবং পরিচিতিমূলক আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে স্থানীয় নেতা-কর্মীরা দলের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন।