সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে হেফাজতের স্মারকলিপি

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে ভয়াবহ সামাজিক সংকটের প্রতিকারে সাত দফা দাবি তুলে ধরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম কাশিপুর শাখা।
মঙ্গলবার (১ জুলাই) হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে কাশিপুর শাখার নেতৃবৃন্দরা জেলা পুলিশ কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি দেন।
সংকটের ভয়াবহতা তুলে ধরে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশিপুরে বর্তমানে ভয়াবহ এক সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে। এই সংকটের নাম হলো—মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং।”
নেতৃবৃন্দ জানান, অলিগলি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি এমনকি ধর্মীয় স্থান পর্যন্ত ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, সিসা, আইসসহ বিভিন্ন নেশাদ্রব্য ছড়িয়ে পড়েছে। এতে কিশোর-কিশোরী ও তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, “বাবা-মায়ের চোখের সামনে সন্তান অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছে। কিশোর গ্যাংয়ের কারণে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি বাড়ছে। ফলে পরিবারগুলো একপ্রকার অসহায় হয়ে পড়েছে।”
স্মারকলিপিতে উত্থাপিত হেফাজতে ইসলামের সাত দফা দাবি: ১. মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রকাশ্যে কঠোর শাস্তি নিশ্চিত করা। ২. প্রতিটি থানা ও ইউনিয়নে মাদকবিরোধী অভিযান জোরদার করা। ৩. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদক ও গ্যাং-বিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালু করা। ৪. পিতা-মাতা ও স্থানীয় আলেমদের নিয়ে সমন্বিত কমিটি গঠন করে পারিবারিক নজরদারি জোরদার করা। ৫. কিশোর গ্যাং সদস্যদের জন্য কাউন্সেলিং ও দাওয়াতি পুনর্বাসনের ব্যবস্থা করা। ৬. মাদকের স্পটসমূহ চিহ্নিত করে তা সম্পূর্ণরূপে উচ্ছেদ করা। ৭. আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যকার মাদকপন্থীদের গোপন সহযোগীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।